সংবাদমাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টায় নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহুইসরায়েলি দৈনিক ইয়েদিয়োত আহরোনোথ-কে কাছে টানতে পত্রিকাটির মালিক আরনন মোজেস-এর সঙ্গে একটি সমঝোতায় যাওয়ার চেষ্টা করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও টেপে বিয়টি উঠে আসার পর এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফাঁস হওয়া ওই অডিও টেপ অনুযায়ী, আরনন মোজেস-কে নেতানিয়াহু বারবার তার মিডিয়া’র নিয়তির কথা বলেন। এছাড়া বাড়তি টুইস্ট হিসেবে উঠে এসেছে, নিজের সবচেয়ে অনুকূল সংবাদমাধ্যম ‘ইসরায়েল হেওম’ বিতরণের বদলে পাঠকের কাছে বিক্রিতে নেতানিয়াহু’র আগ্রহের বিষয়টি। এ সময় আরনন মোজেস তাকে ক্ষমতা ধরে রাখতে সহযোগিতার অঙ্গীকার করেন।

ইয়েদিয়োত আহরোনোথ-এর প্রতিদ্বন্দ্বী দৈনিক ইসরায়েল হেওম-কে দেওয়া ফ্রি সুবিধাগুলো আরনন মোজেস-এর পত্রিকাকেও দেওয়ার প্রস্তাব দেন নেতানিয়াহু। এই আলোচনা অবশ্য শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। তবে আলোচনার ফল যাই হোক না; যে কোনওভাবে এর অডিও টেপ ফাঁস হয়ে যায়। ফলে সামনে আসে দুজনের মধ্যকার ঘুষ সংক্রান্ত আলোচনার বিষয়টি। চাপের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বিনিময়ে নেতানিয়াহু সংক্রান্ত কাভারেজে বড় ধরনের পরিবর্তন আনার কথা ছিল ইয়েদিয়োত আহরোনোথ-গ্রুপের সংবাদমাধ্যমগুলোর। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তো ইসরায়েল হেওম।

সূত্র বলছে, ইসরায়েলের বিচার মন্ত্রণালয়, পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং প্রসিকিউটররা এ বিষয়ে একমত যে, নেতানিয়াহু’কে দেওয়া আরনন মোজেস-এর প্রস্তাব ছিল পরিষ্কারভাবেই ঘুষ।

আরনন মোজেস প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেতানিয়াহু যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকতে চান; ততদিন তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি সবকিছুই করবেন।

আরনন মোজেস নেতানিয়াহুকে কিছু সাংবাদিককে বাছাই করতে বলেন; যাদের তিনি শিগগিরই তার সংবাদমাধ্যমগুলোর জন্য কাজে লাগাবেন।

প্রকৃতপক্ষে আরনন মোজেস তার সংবাদমাধ্যমগুলোকে ব্যবহার করে নেতানিয়াহু’র একটি ইতিবাচক ইমেজ তৈরি করতে চেয়েছিল। বিনিময়ে তিনি চেয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী ইসরায়েল হেওম যেন পাঠকের কাছে বিতরণের পরিবর্তে বিক্রি করা হয়। কারণ সেটা করা হলে তার পক্ষে সহজেই ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীকে চাপে ফেলা সহজ হবে। ইসরায়েল হেওম নামের ওই পত্রিকাটির মালিক নেতানিয়াহু’র ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ইহুদি ক্যাসিনো ব্যবসায়ী শেলডন অ্যাডেলসন।

আরনন মোজেস-এর প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন নেতানিয়াহু। বিষয়টি নিয়ে সামনে এগোনোরও প্রতিশ্রুতি দেন তিনি।

আল জাজিরা'র সাপ্তাহিক আয়োজন 'দ্য লিসেনিং পোস্ট' অনুষ্ঠানে এ বিষয়টিসহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। এদের মধ্যে রয়েছেন সেভেন্থ আই-এর লেখক আনাত বালিন্ত, অ্যারিয়েল ইউনিভার্সিটি’র স্কুল অব কমিউনিকেশন-এর সহযোগী অধ্যাপক রাফি মান, ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর লেখক অ্যানসেল ফেফার এবং লিবারেল ম্যাগাজিনের এডিটর ইন চিফ রোটেম ডানোন। অনুষ্ঠানটি দেখতে পারেন নিচের লিংক থেকে।

/এমপি/