পাঞ্জাবে নির্বাচনের আগমুহূর্তে কংগ্রেসে সিধু

রাহুল গান্ধীর সঙ্গে নবজ্যোত সিং সিধুপাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগমুহূর্তে ভারতীয় কংগ্রেসে যোগ দিয়েছেন সাবেক পার্লামেন্ট সদস্য নবজ্যোত সিং সিধু। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই খবর নিশ্চিত করেছে।

সাবেক এই ক্রিকেটার গত বছর সেপ্টেম্বরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে দল ছাড়েন সিধু। তখন সিধু আওয়াজ-ই-পাঞ্জাব নামে একটি গ্রুপ গঠন করেছিলেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ছিলেন অমরিতসর থেকে নির্বাচিত লোকসভা সদস্য। সিধুর স্ত্রী নবজ্যোত কউর সিধু ২০১৬ সালে কংগ্রেসে যোগ দেন।

বিজেপি ছাড়ার পর ৫৩ বছর বয়সী এই সাবেক পার্লামেন্ট সদস্য আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছিল।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার নয়াদিল্লিতে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন সিধু। তখনই তার কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়টি এক প্রকার নিশ্চিত হয়ে যায়।

শনিবার তার স্ত্রী নবজ্যোত কউর ছাড়াও এ বিষয়টি নিশ্চিত করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

এক বিবৃতিতে রণদীপ সিং বলেন, ‘কংগ্রেস পরিবারে নবজ্যোত সিং সিধুকে স্বাগতম। আমরা কংগ্রেস সহ-সভাপতিকে ধন্যবাদ জানাই, কংগ্রেসের এক ছাতার নিচে সমমনা মানুষদের জড়ো করার জন্য।’

কংগ্রেস পাঞ্জাব বিধান সভার ১০০ আসনে প্রার্থী নিশ্চিত করলেও, এখনও ১৭টি আসনের প্রার্থিতা ঘোষণা বাকি রয়েছে। ধারণা করা হচ্ছে, অমৃতসর পূর্ব বিধানসভা আসন থেকে আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন সিধু। আগামী ৪ ফেব্রুয়ারি পাঞ্জাব বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া। 

/এসএ/