বিশেষ ক্ষেত্রে গর্ভপাতের অনুমতি ভারতের সুপ্রিম কোর্টের

nonameবিশেষ ক্ষেত্রে গর্ভপাতের অনুমতি দিয়ে একটি রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার মহারাষ্ট্রের নারীদের এ অনুমতি দেওয়া হয়। মেডিকেল রিপোর্টে মাথার খুলি পাওয়া না গেলে ২৪ সপ্তাহ পর্যন্ত বয়সের ভ্রুণ হত্যার অনুমোদন দিয়েছে আদালত।
অপরিণত ভ্রুণ নিয়ে একদল বিশেষজ্ঞের একটি বোর্ডের সুপারিশের ভিত্তিতে এ রায় এলো। এর আগে ১৯৭১ সালের মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অ্যাক্টে শর্তসাপেক্ষে ২০ সপ্তাহ বয়সী ভ্রুণের গর্ভপাতের অনুমতি ছিল। ২০ সপ্তাহ পেরিয়ে গেলে আর গর্ভপাত করা সম্ভব ছিল না। সূত্র: ইন্ডিয়া ডটকম।

/এমপি/