গৃহহীনদের খাওয়ানোর নামে ব্যবসার অভিযোগ ম্যাকডোনাল্ড'স এর বিরুদ্ধে

ম্যাকডোনাল্ডে যাওয়ার পথ নির্ধেশনাযুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্ট-ফুড চেইন ম্যাকডোনাল্ড'স এর বিরুদ্ধে রোমের গৃহহীন মানুষদেরকে ব্যবহার করে ব্যবসা করার অভিযোগ উঠেছে। জনসংযোগ কৌশলের অংশ হিসেবে স্থানীয়দের আনুকূল্য পেতে ভ্যাটিকানের কাছেই বিতর্কিত একটি রেস্টুরেন্ট উদ্বোধন করার পর তাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

গত বছর ভ্যাটিকান এলাকায় রেস্টুরেন্ট স্থাপনের সিদ্ধান্ত নেয় ম্যাকডোনাল্ডস। আর তাদের এ সিদ্ধান্ত তুমুল সমালোচনার মুখে পড়ে। এই প্রেক্ষাপটে দাতব্য প্রতিষ্ঠান মেডিসিনা সলিডেলের পক্ষ থেকে ম্যাকডোনাল্ড'স এর কাছে সুপারিশ করা হয় যেন রেস্টুরেন্টটি ১০০০ গৃহহীন মানুষের জন্য খাবার সরবরাহ করে। আর জনসংযোগের অংশ হিসেবে প্রস্তাবটি লুফে নেয় ম্যাকডোনাল্ড'স কর্তৃপক্ষ।  ঘোষণা দেওয়া হয়, রেস্টুরেন্টের ১০০০টি মিল গৃহহীনদের মাঝে বিতরণ করা হবে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এ বিতরণের কাজ চলবে।

গত ৩০ ডিসেম্বর ম্যাকডোনাল্ড'স এর রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয় এবং সোমবার (১৬ জানুয়ারি) প্রথম ধাপে ৫০টি খাবার বিলি করেছে প্রতিষ্ঠানটি। মেডিসিনা সলিডেলের মাধ্যমেই খাবারগুলো বিতরণ করা হয়েছে। রাস্তাঘাটে থাকা কিংবা ক্লিনিকে থাকা মানুষদের মাঝে এ খাবার বিতরণ করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, খাবারের মধ্যে ছিল ডাবল চিজ বার্গার, একটি আপেল এবং পানি।

ম্যাকডোনাল্ডের নতুন এ শাখাটি সেন্ট পিটার’স স্কয়ারের কাছের একটি ভবনে অবস্থিত। ভ্যাটিকানের রিয়েল স্টেট এজেন্সি আসপা-ওই ভবনের মালিক। রেস্টুরেন্টটি সেন্ট পিটার’স-এর এতো কাছে হওয়াটাই কার্ডিনালদের মূল বিরোধিতার কারণ। তাদের অভিযোগ, ওই এলাকায় রেস্টুরেন্ট স্থাপন করা হলে সেখানকার মর্যাদা ক্ষুণ্ণ হবে এবং এর বাণিজ্যিকীকরণ হবে।  

সেফগার্ড বরগো নামের একটি কমিউনিটি গ্রুপের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গৃহহীন মানুষদের জন্য ১ হাজার ভোজনের ব্যবস্থা করা নিয়ে সম্প্রতি ম্যাকডোনাল্ড যে উদ্যোগ নিয়েছে তা বাণিজ্যিক।

এদিকে ম্যাকডোনাল্ড'স এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গৃহহীনরা। রোমের বাসিন্দা পিয়েরফ্রান্সেসকো স্পিগা। গৃহহীন ও বেকার হিসেবে জীবন-যাপন করছেন তিনি। ম্যাকডোনাল্ডের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘অন্য কোম্পানিগুলোরও উচিত ম্যাকডোনাল্ডকে অনুসরণ করা। এ বহুজাতিক কোম্পানিগুলো যদি তাদের উচ্ছিষ্ট খাবার ফেলে না দিয়ে দিনশেষে দরিদ্র লোকদের দিয়ে দেয় তাহলে তা খুব ভালো হবে।’

অন্যদিকে বরগো গ্রুপের প্রশ্ন, ম্যাকডোনাল্ড কেন তাদের বেঁচে যাওয়া খাবার প্রতিদিন বিতরণ করবে না?

এক বিবৃতিতে বরগো গ্রুপের পক্ষ থেকে বলা হয়, ‘আর কতদিন ‘বিনামূল্যে পানীয়’ প্রদানের শো চলবে, কী পদ্ধতিতে তা দেওয়া হবে, গৃহহীনদেরকে উৎপাত হিসেবে বিবেচনা করার আগ পর্যন্ত কতদিন ওই লোকেশন ও ফাস্ট ফুড রেস্টুরেন্টের বাথরুমগুলো তাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে।’

/এফইউ/