নিখোঁজ মালয়েশীয় বিমানের অনুসন্ধান স্থগিত করায় আরোহীদের পরিবারের ক্ষোভ

ভয়েস-৩৭০তিন বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ বিমানের অনুসন্ধান স্থগিত করায় আরোহীদের পরিবারবর্গ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

২০১৪ সালের মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশীয় বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ধারণা করা হয়, বিমানটি হয়তো ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিধ্বস্ত হয়েছে। বিমানটির পরিণতি সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনও তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন দ্বীপ এলাকায় মাঝে মাঝেই সম্ভাব্য ধ্বংসাবশেষ প্রাপ্তির খবর বিশেষজ্ঞদের আশাবাদী করে তুলেছিল। এ পর্যন্ত বিমানটির সম্ভাব্য ২০টি ধ্বংসাবশেষের সাতটি ওই বিমানটির ছিল বলে নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীনের পক্ষ থেকে সম্মিলিতভাবে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ভারত মহাসাগরের ১ লাখ ২০ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকায় নিষ্ফল অভিযানের পর দুঃখের সঙ্গে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে ভবিষ্যতে বিমানটির ধ্বংসাবেশেষের ব্যাপারে নতুন তথ্য পাওয়া যাবে বলে আশাবাদ প্রকাশ করা হয় ওই বিবৃতিতে।

তবে বিমানের আরোহীদের পরিবার অনুসন্ধান বন্ধের সিদ্ধান্তকে ‘দায়িত্বহীন আচরণ’ বলে উল্লেখ করেছেন। ওই বিমানের আরোহীদের পরিবার ‘ভয়েস-৩৭০’ নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। ওই সংগঠন থেকে অনুসন্ধান অভিযান আরও বিস্তৃত করার দাবি জানানো হয়। ভয়েস-৩৭০ বলছে, ‘এটা বিমানের ওই আরোহীদের প্রতি এক অবশ্যম্ভাবী দায়িত্ব।’

ভয়েস-৩৭০-এর দাবি, যেখানে অনুসন্ধান চালানো হয়, তা উত্তর দিকে আরও ২৫ হাজার বর্গকিলোমিটার বাড়ানো দরকার। অস্টেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো গত ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে একই মতামত জানিয়েছিল।

সূত্র: বিবিসি। 

/এসএ/