ট্রাম্পের শপথে তাইওয়ানের প্রতিনিধি দেখতে চায় না চীন

nonameহোয়াইট হাউসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাইওয়ানের কোনও প্রতিনিধিকে দেখতে চায় না চীন। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রকে সুস্পষ্টভাবে এ কথা জানিয়ে দিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।

ব্রিফিংয়ে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড কিংবা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্তের প্রচেষ্টার জন্য তাইওয়ানকে দায়ী করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চানিং। তিনি বলেছেন, তাইওয়ানের প্রতিনিধিদের যে কোনও অজুহাতে যুক্তরাষ্ট্রে পাঠানোর বিরোধী চীন।

হুয়া চানিং বলেন, আমরা আবারও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি এ ব্যাপারে আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি। যুক্তরাষ্ট্র যেন তাইওয়ানের কর্তৃপক্ষকে নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেকে কথিত কোনও প্রতিনিধি দল পাঠানোর সুযোগ না দেয়। যুক্তরাষ্ট্র যেন তাইওয়ানের সঙ্গে অফিসিয়ালি কোনও ধরনের যোগাযোগ না রাখে।

তিনি বলেন, ‘চীনের অবস্থান এরইমধ্যে যথার্থ ও নির্ভুলভাবে মার্কিন প্রশাসন ও ট্রাম্পের টিমকে জানানো হয়েছে।’

এর আগে নির্বাচিত হওয়ার পর রীতি ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় এক চীন নীতি পুনর্বিবেচনার কথাও বলেন ট্রাম্প। এ নিয়ে তখন কঠোর প্রতিক্রিয়া জানায় চীন।

চলতি সপ্তাহে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তাদের একটি প্রতিনিধি দল অংশ নেবে। দলটির নেতৃত্ব দেবেন তাইওয়ানের সাবেক প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের সাবেক নেতা ইয়ু শাই কুন। এছাড়া প্রতিনিধি দলে থাকবেন তাইওয়ানের জাতীয় নিরাপত্তা উপদ্ষ্টো এবং দেশটির কয়েকজন আইনপ্রণেতা।

তাইওয়ানের প্রেসিডেন্টের দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের অভিষেকে যাওয়া প্রতিনিধি দলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আলাদা করে বৈঠকের কোনও পরিকল্পনা নেই। সূত্র: রয়টার্স।

/এমপি/বিএ/