ব্রিটেনে বেকারের সংখ্যা কমেছে ৫২ হাজার

nonameএক দশকের বেশি সময়ের মধ্যে ব্রিটেনে এখন বেকারত্বের হার এখন সবচেয়ে কম। ২০০৫ সালের সেপ্টেম্বরের পর থেকে এটা এখন সর্বনিম্ম। ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর সময়ের তুলনায় গত তিন মাসে বেকার মানুষের সংখ্যা কমেছে ৫২ হাজার। একইসঙ্গে পূর্ববর্তী তিন মাসের তুলনায় লোকজনের বেতনও বেড়েছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে যুক্তরাজ্যের অফিস ফর দ্য ন্যাশনাল স্টাটিসস্টিক্স (ওএনএস)।

সব মিলিয়ে ব্রিটেনে এখন বেকার মানুষের সংখ্যা ১৬ লাখ। এক বছর আগের তুলনায় এ সংখ্যা ৮১ হাজার কম।

এক বছর আগের তুলনায় মানুষের গড় আয় বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। বোনাসসহ হিসাব করলে এটা ২ দশমিক ৮ শতাংশ।

ওএনএস-এর হিসাব অনুযায়ী, গত ১১ বছরের তুলনায় ব্রিটেনে এখন বেকারত্বের হার ৪ দশমিক ৮ শতাংশ কম।

এক বছর আগের তুলনায় সাপ্তাহিক আয় বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

ওএনএস-এর জ্যেষ্ঠ পরিসংখ্যানবিদ ডেভিড ফ্রিম্যান। তিনি বলেন, বেকারত্বের হার কিছুটা কমলেও এখনও যে সংখ্যা বিদ্যমান রয়েছে সেটাও অনেক বেশি। সূত্র: ডেইলি এক্সপ্রেস, বিবিসি।

/এমপি/