বিশ্ব নেতৃত্বের সঙ্গে ‘শুভ সূচনা’র অঙ্গীকার ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্পসব বিশ্বনেতার সঙ্গে ‘শুভ সূচনা’র আশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্ষমতা গ্রহণের পর কাজের ক্ষেত্রে তিনি সবাইকেই সমান সুযোগ দিতে চান।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়াস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি সবার সঙ্গে এক ‘শুভ সূচনা’র প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমার জানা মতে, সবার সামনেই আমার সঙ্গে কাজের সমান সুযোগ রয়েছে।’

এর আগে দ্য সানডে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কাছে ‘বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন’। ওই বক্তব্যের পরপরই ট্রাম্প সবাইকে কাজের সমান সুযোগ দেওয়ার কথা জানালেন।

অ্যাক্সিয়াস-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো সম্পর্কে বলেন, ‘আমি অনেক আগেই বলছি, ন্যাটো-তে অনেক সমস্যা রয়েছে। প্রথমত, এটি অচল হয়ে গেছে, এই ধরনটা বহু বছরের পুরনো। দ্বিতীয়ত, এর সদস্য দেশগুলো নিজেদের ভাগের অর্থায়নটুকুও ঠিকমতো করছেন না।’

তিনি আরও বলেন, ‘ন্যাটোর অনেক দেশই, নিজেদের ভাগের অনুদানটুকু দিচ্ছে না। আমার মতে, তা যুক্তরাষ্ট্রের প্রতি পক্ষপাতদুষ্ট।’

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট। 

/এসএ/বিএ/