ফেসবুকের বিরুদ্ধে বৈরিতার অভিযোগ রুশ টেলিভিশনের

nonameযুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগের শক্তিশালী মাধ্যম ফেসবুকের প্রতি বৈরিতার অভিযোগ এনেছে রাশিয়ার একটি টিভি চ্যানেল। আরটি নামের এ চ্যানেলটি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। বৃহস্পতিবার টেলিভিশনটির অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, নিজেদের ফেসবুক পেজে তারা কোনও কনটেন্ট পোস্ট করতে পারছেন না। ফেসবুক থেকে তাদের ব্লক করে রাখা হয়েছে।

ফেসবুকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক পর্যন্ত এই ব্লক কার্যকর থাকবে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখার সময় অবশ্য আরটি’র অফিসিয়াল ফেসবুক পেজ সচল দেখা গেছে। এতে সর্বশেষ এক ঘণ্টায় দুটি টেক্সট কনটেন্ট (লিংক নয়) পোস্ট করা হয়েছে।

আরটি’র দাবি, তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিদায়ী সংবাদ সম্মেলন লাইভ সম্প্রচারের সময় সেটিও বন্ধ করে দেওয়া হয়।

আরটি’র এডিটর ইন চিফ মার্গারিটা সিমোনিয়ান বলেন, চ্যানেলের ফেসবুক পেজে পোস্ট দেওয়া ব্লক করার ঘটনায় তিনি বিস্মিত নন। এ ঘটনায় তিনি মার্কিন পররাষ্ট্র দফতরকে দায়ী করেন।

আরটি’র সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান ইভর ক্রোটি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তারা খুব শিগগিরই এ সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

ইভর ক্রোটি বলেন, বিষয়টির একটি সুরাহা হওয়ার আগ পর্যন্ত আরটির ফেসবুক পেজে শুধু টেক্সট পোস্ট করা যাবে।

উল্লেখ্য, আরটি’র ফেসবুক পেজে পোস্ট দেওয়া ব্লক হওয়ার ঘটনা এটাই প্রথম। সূত্র: আরটি।

/এমপি/