ভিয়েনায় সন্দেহভাজন বোমা হামলার পরিকল্পনাকারী আটক

ভিয়েনাভিয়েনায় বোমা হামলার পরিকল্পনা করায় এক সন্দেহভাজনকে আটক করেছে অস্ট্রিয়া পুলিশের বিশেষ ফোর্স। আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজ এ বিষয়ে দেশটির বিভিন্ন সংমাধ্যমকে উদ্বৃতি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ভিয়েনা পুলিশের মুখপাত্র টমাস কেইবলিঙ্গার দেশটির সংবাদ সংস্থা এপিএ’কে জানিয়েছেন, ‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থা অস্ট্রিয়া কর্তৃপক্ষকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল। এরপর থেকেই আমরা এ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করি।’

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে তদন্ত করে আমরা একটি পরিকল্পিত হামলার বিভিন্ন নির্দেশিকা শনাক্ত করি। এরপর শুক্রবার বিকেল ৫টার দিকে একটি অ্যাপার্টমেন্ট থেকে সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কারণ বোমা হামলার বিষয়ে এখনও অনেক বিষয়ে পরিষ্কার হতে হবে।’

যে অ্যাপার্টমেন্ট থেকে ওই সন্দেহভাজনকে আটক করা হয়েছে তার নিচে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি বাড়ছে। এসময় পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। তারা স্থানীয়দের আশেপাশে কোনও কিছু সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে পুলিশ কোরিয়ান এক পত্রিকাকে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। যদিও পত্রিকাটির দাবি, আটক ব্যক্তি জার্মানিতে বসে বিস্ফোরক তৈরি করতো।

পত্রিকাটিতে আরও দাবি করা হয়েছে, আটক সন্দেহভাজন ব্যক্তি আলবেনিয়ার একটি ইসলামী গ্রুপের অনুসারি। এই গ্রুপটি ইসলামিক স্টেটকে অনুসরণ করে।

/এসএনএইচ/