মূল্যবোধ পছন্দ না হলে শরণার্থীদের দেশ ছাড়তে বললেন ডাচ প্রধানমন্ত্রী

ডাচ প্রধানমন্ত্রী রুটশরণার্থীদের লক্ষ্য করে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, যারা দেশটির মূল্যবোধকে পছন্দ করেন না, তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচনের যখন মাত্র কয়েক সপ্তাহ বাকি, তখনই এমন মন্তব্য করলেন রুট।

স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডাচ প্রধানমন্ত্রী রুট বলেন, “কিছু মানুষ যে নারীদের সঙ্গে হাত মেলাতেও অস্বীকৃতি জানাচ্ছে সেটা খুবই ‘উদ্ভট’। নিজের বিশ্বাসের জন্য কেউ এমনটা করতে পারেন না। কারণ হাত মেলানোটাই আমাদের মূল্যবোধ।”

শরণার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আমাদের মূল্যবোধ না মানতে পারলে, আপনাদের এখান থেকে চলে যাওয়া উচিত।’  

রুটের দাবি, ‘শরণার্থীরা স্বাধীনতার কথা বলে নিজ সংস্কৃতি ডাচদের ওপর চাপিয়ে দিচ্ছে।’

চলতি বছরের মার্চেই নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর মতামত জরিপে এগিয়ে আছে অভিবাসন বিরোধী উগ্র ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী ফ্রিডম পার্টি। নির্বাচনে খ্রিস্টানদের ভোট নিতে তারা ইসলাম বিদ্বেষী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ফ্রিডম পার্টির ক্রমাগত প্রচারণার পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা রুট এই মন্তব্য করেছেন বলে সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়। তবে ১৫ মার্চের নির্বাচনে কোনও পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে জনমত জরিপে উঠে এসেছে।

সূত্র: বিবিসি।

/এসএ/