সৌদি আরবের অত্যাধুনিক যুদ্ধবিমানের যাত্রা শুরু

34e4d98c0240eb38db575734063eaa86c4f00601মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক এফ-ফিফটিন এসএ ইগল যুদ্ধ বিমান আনুষ্ঠানিকভাবে চালু করেছে। বুধবার এ নতুন যুদ্ধ বিমানটির যাত্রা শুরু করে। দেশটির রাজধানী রিয়াদে এক অনুষ্ঠানের মাধ্যমে বিমানটির যাত্রা উদ্বোধন করা হয়। যুদ্ধবিমানটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
বিমানটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি বাদশা সালমান ও তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই যুবরাজ সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীরও দায়িত্ব পালন করছেন। কিং ফয়সাল এয়ার একাডেমির সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ইয়েমেনে অভিযানে সৌদি জোটের শরিক ওমানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরও উপস্থিত ছিলেন।
সৌদি নেতৃত্বাধীন এ জোট ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে অভিযান শুরু করে। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ-এর সমর্থনে হুথি বিদ্রোহীদের উৎখাতে এ অভিযানে অংশ নিচ্ছে সৌদি আরব।
সৌদি আরবের আশঙ্কা, হুথি বিদ্রোহীরা ইয়েমেন দখল করলে শিয়া নেতৃত্বাধীন ইরানের অনুগত হয়ে যাবে। সুন্নি শাসনাধীন সৌদি আরবের আঞ্চলিক শত্রু শিয়া শাসনাধীন ইরান।
আন্তর্জাতিক প্রতিরক্ষা সাময়িকী ডিফেন্স উইকলির তথ্য মতে, এফ-ফিফটিন এসএ- যুদ্ধবিমানটি ইগল যুদ্ধবিমানের সবচেয়ে অত্যাধুনিক সংস্করণ। এটি ছাড়াও সৌদি আরবের ইউরোফাইটার টাইফুনস ও টর্নোডো নামের যুদ্ধবিমান রয়েছে। এছাড়া রয়েছে অত্যাধুনিক এফ-ফিফটিন যুদ্ধবিমান। বিশ্বে প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ ব্যয়ের তালিকায় বিশ্বে সৌদি আরবের অবস্থান তৃতীয়। সূত্র: ফ্রান্স২৪
/এএ/