‘ন্যাটো’র বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ট্রাম্প ও থেরেসা মে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিশ্বের অন্যতম সামরিক জোট ‘ন্যাটো’ নিয়ে নিজেদের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে। শুক্রবার হোয়াইট হাউজে ‍দুই বিশ্ব নেতার সাক্ষাৎ শেষে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলতে তারা এ মনোভাবের কথা জানান। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে জানিয়েছেন, ‘ডোনাল্ড ট্রাম্প শতভাগ ন্যাটোর পক্ষে থাকার কথা জানিয়েছেন। যদিও ট্রাম্প সম্প্রতি ট্রান্সল্যান্টিক এ সামরিক জোটকে সেকেলের বলে মন্তব্য করেছিলেন।’

বৈঠকে এ দুই নেতাই উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

তেরেসা মে আরও জানান, ‘চলতি বছরের শেষের দিকে ডোনাল্ড ট্রাম্প রাণীর আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে যাওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।’

এছাড়াও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক চুক্তি সই উভয় দেশের সাধারণ মানুষের দাবি। তবে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ না করা পর্যন্ত যুক্তরাজ্য কোনও দেশের সঙ্গে বাণিজ্যিক সমঝোতায় যেতে চাইছে না বলেও জানান তেরেসা মে।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার পর আমরা যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্যিক চুক্তি সই করতে চাই।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন করার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের জানান, ‘এত তাড়াতাড়ি এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। তবে সবকিছু ঠিক থাকলে ক্রেমলিনের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আমি প্রত্যাহার করতে পারি।’

ট্রাম্প আরও বলেন, ‘‘রাশিয়া ও চীনের মতো দেশের সঙ্গে ‘ভালো সম্পর্ক’ রাখা নেতিবাচক কোনও বিষয় না বরং তা ইতিবাচক।’’

তবে ইতোমধ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার পক্ষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, ‘এটা খুবই স্পষ্ট যে আমরা মিনস্ক চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন দেখতে চাই। তাই চুক্তিটি সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।’

/এসএনএইচ/