সিডনিতে শিক্ষক-শিক্ষার্থীকে ছুরিকাঘাত, গ্রেফতার ১

সিডনির স্কুৃলে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছুরি চালিয়ে গ্রেফতার ব্যক্তিঅস্ট্রেলিয়ার সিডনিতে বৃহস্পতিবার এক শিক্ষক ও দুই শিক্ষার্থী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। ঘটনাস্থলের কাছ থেকে তিনটি ছুরিসহ এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ এই ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে দিয়েছে। অস্ট্রেলিয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড খবরটি নিশ্চিত করেছে।
ছুরিকাঘাতের ওই ঘটনায় ৪৮ বছর বয়সী এক নারী শিক্ষক ও ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৫ বছর বয়সী এক কিশোরীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তারা শঙ্কামুক্ত।
সিডনি মর্নিং হেরাল্ড জানায়, ওই কিশোর কাউকে হত্যার কথা অস্বীকার করেছে। পুলিশ তাকে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যাওয়ার সময় সে বলেছে, ‘আমি কাউকে হত্যা করিনি। আমার ভাইকে কথাটা জানিয়ে দিন।’
সুপারিন্টেন্ডেন্ট পিটার লেনোন সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোন ধরনের সম্পৃক্ততা নেই। এটা স্থানীয় একটি স্কুলের অভ্যন্তরীণ ঘটনা।’ এই ঘটনায় তিনটি ছুরি পাওয়া গেছে বলে তিনি জানান।
/বিএ/

আপ - /এসএ/