আইএসে ঝুঁকছেন ইন্দোনেশীয় নারীরা, হতে চাইছেন আত্মঘাতী হামলাকারী

আইএসে ঝুঁকছে ইন্দোনেশীয় নারীরাক্রমাগত সহিংস চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছেন ইন্দোনেশিয়ার নারীরা। জঙ্গি কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনে তৎপর তারা। এদের কেউ কেউ চেষ্টা করছেন মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর আত্মঘাতী বোমা হামলাকারী হতে। নিরাপত্তা বিষয়ক শীর্ষস্থানীয় এক নীতি-নির্ধারক প্রতিষ্ঠান এ বিষয়ে সতর্ক করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

জাকার্তা ভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর পলিসি অ্যানালাইসিস অব কনফ্লিক্ট (আইপিএসি)-এর এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশে আইএস-এর হয়ে আত্মঘাতী হামলার পরিকল্পনার অভিযোগে গত ডিসেম্বরে দুই নারী গ্রেফতার হওয়ার পর সমস্যাটি নজরে আসে।

ইন্দোনেশিয়ার অনেকে মধ্যপ্রাচ্যে আইএসে যোগ দিতে ভিড় করছে। যদিও দেশটি জঙ্গিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।

আইপিএসি-র প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার নারীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার সংখ্যা ক্রমেই বাড়ছে। এটা যে কেবলমাত্র জঙ্গিবাদে দীক্ষিত তাদের স্বামীর সমর্থনে ঘটছে তা কিন্তু নয়, তারা নিজেরাই জঙ্গিবাদী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। উল্লেখ্য, আইপিএসি-র নেতৃত্বে রয়েছেন ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক সিডনে জোনেস।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, জঙ্গি সংগঠনের সাথে জড়িত ইন্দোনেশিয়ার নারীরা এখন বিশ্বের বিভিন্ন স্থানে থাকা অন্য নারীদের এ পথে আনার চেষ্টা করছে।

মঙ্গলবার রাতে প্রকাশিত প্রতিবেদনটিতে আরও বলা হয়, অধিকাংশ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসব নারীরা অন্যকে দলে টানছে।

সূত্র: দ্য নিউ স্ট্রেইটস টাইমস।

/বিএ/ আপ - /এসএ/