শুরু হচ্ছে এয়ার ইন্ডিয়ার ঢাকা-দিল্লি ফ্লাইট

nonameভারতের অন্যতম বিমান সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ঢাকা-দিল্লি ফ্লাইট শুরু করছে আগামী শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে। বিমান কোম্পানিটির আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানোর অংশ হিসেবে এই ফ্লাইট চালু করছে। শুক্রবার এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইকনোমিক টাইমসের খবরে বলা হয়েছে।

ভারতে স্বল্পমূল্যে বিমান সেবা দিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে বিমানটির ৮টি ফ্লাইট চালু থাকবে। ঢাকা থেকে মঙ্গল, বুধ ও শুক্র ও রবিবার দিল্লিগামী ফ্লাইট ছাড়বে। আর দিল্লি থেকে সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট আসবে ঢাকায়।

বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধনী ফ্লাইট আগামী শুক্রবার (১৭ ডিসেম্বর) চালু হবে। স্বল্পমূল্যে ঢাকা-দিল্লি বিমানে যাতায়াত করা যাবে।

বর্তমানে এয়ার ইন্ডিয়ার ১৫টি আন্তর্জাতিক রুটে বিমান সেবা আছে। এরমধ্যে আছে দুবাই, শারজাহ, আবুধাবি, বাহরাইন, দোহা ও সিঙ্গাপুর। বিমান কোম্পানিটির ২৩টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রয়েছে। সূত্র: ইকনোমিক টাইমস।

/এএ/