আফগানিস্তানে তালেবানের আত্মঘাতী হামলা, নিহত ৮

আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তালেবানআফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলমন্দ প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এক সংক্ষিপ্ত বার্তায় তালেবানের মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেন।

তবে ইউসুফ আহমাদির দাবি, সকালে হেলমন্দের রাজধানী লস্কর গাহ শহরে চালানো তালেবানের ওই হামলায় ৩৯ জন সেনা হতাহতের শিকার হয়েছেন।

হেলমন্দের গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, হামলাকারী একটি সামরিক গাড়ির কাছে বোমা হামলা চালায়। নিহতদের মধ্যে তিনজন সেনা ও চারজন বেসামরিক নাগরিক ছিলেন। অন্তত ১৯ জন আহত হয়েছেন।

সূত্র: সিএনএন।

/এসএ/বিএ/