মার্কিন বিচারব্যবস্থা ভেঙে পড়েছে: ট্রাম্প

nonameমার্কিন বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন সদ্য দায়িত্ব নেওয়া রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে বিপদের কারণ মনে করছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক খবরে বলা হয়েছে, সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা আদালতে স্থগিতের পর শুক্রবার নতুন আরেকটি নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে ফ্লোরিডা যাওয়ার পথে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

পরে মার্কিন বিচার ব্যবস্থার সঙ্কট নিয়ে কথা বলেন তিনি।

প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতাবলে জারিকৃত মুসলিম নিষেধাজ্ঞার বিচারিক প্রক্রিয়ার প্রতি ক্ষুব্ধ-বিরক্ত ট্রাম্প বলেন, মুসলিম নিষেধাজ্ঞায় আদালতের দেওয়া স্থগিতাদেশের সুযোগ নিয়ে গত কয়েকদিনে যারা যুক্তরাষ্ট্রে এসেছে তাদের ৭৭ শতাংশ এসেছে ওই নিষেধাজ্ঞা জারি করা দেশগুলো থেকে। একে বিপদের কারণ বলছেন রিয়েল ইস্টেট ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া এই বিতর্কিত ব্যক্তি।

উল্লেখ্য, ২৭ জানুয়ারি ট্রাম্প এক নির্বাহী আদেশে পরবর্তী চারমাসের জন্য সব ধরনের শরণার্থী কার্যক্রম বন্ধ করেন। এতে পরবর্তী তিন মাসের জন্য সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের (ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন) নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে সিয়াটলের এক বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও বৃহস্পতিবার সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন।

আপিল আদালতের হারের পর ‘আদালতে দেখা হবে’ বলে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। পরে তিনি নতুন নির্বাহী আদেশ জারির কথা জানান।

শুক্রবার ফ্লোরিডাতে যাওয়ার পথে সাংবাদিকদের সাথে আলাপকালে সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টিকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা সন্দেহাতীতভাবে এ লড়াইয়ে জিতবো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এতে কিছু বেশি সময় লাগছে। তবে একেবারে নতুন করে আরেকটা আদেশ জারি করাসহ আরও অনেক পথই আমাদের সামনে খোলা আছে।’

নতুন নিষেধাজ্ঞা কেমন হবে, তা পরিষ্কারভাবে না বললেও ট্রাম্প জানিয়েছেন, আগের নিষেধাজ্ঞা ‘খুব সামান্যই পরিবর্তিত হবে’।

/বিএ/