আবারও ট্রাম্পের বিরুদ্ধে কথা বললেন মেরিল স্ট্রিপ

 

মেরিল স্ট্রিপযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও কথা বললেন হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ। রবিবার রাতে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করার সময় তিনি ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেন। আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোনও নাম প্রকাশ না করলেও মেরিল স্ট্রিপের কথায় বুঝা যায় অনেক কষ্ট নিয়েই তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছেন।

এর পরপরই এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প মেরিল স্ট্রিপকে অতিমূল্যায়িত (ওভাররেটেড) একজন তারকা বলে উল্লেখ করেন। যদিও ২০১৫ সালে ট্রাম্পই মেরিলকে ‘চমৎকার’ ও ‘ভালো’ অভিনেত্রী হিসেবে অবিহিত করে।

মেরিল স্ট্রিপ তার বক্তব্যে বলেন, ‘ভালো মানুষের নীরবতা খারাপ মানুষকে ক্ষমতায় আনে, এটা কি সত্য নয়? সব জায়গায় মৌলবাদীদের উপস্থিতি, ২০ শতকে চড়া মূল্যে আমূল পরিবর্তনে আমাদের বিষ্মিত হওয়ার কিছু নেই।

/এসএনএইচ/