আফগানিস্তানে বিমান হামলায় ১৮ বেসামরিক নিহত, যুক্তরাষ্ট্রকে সন্দেহ

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশআফগানিস্তানের হেলমান্দ প্রদেশে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাহিনীর এক বিমান হামলায় অন্তত ১৮ বেসামরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। রবিবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের পক্ষ থেকে এ হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান হামলাতেই এ প্রাণহানি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন, আফগানিস্তানে নিয়োজিত আন্তর্জাতিক জোটের মুখপাত্র চার্লস এইচ ক্লিভল্যান্ড।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে স্যানগিন এলাকায় বিমান হামলা চালানো হয়। রবিবার জাতিসংঘ জানায়, ‘৯ ও ১০ ফেব্রুয়ারি হেলমান্দের স্যানগিনে আন্তর্জাতিক সামরিক বাহিনী সরকারবিরোধী স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। জাতিসংঘের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই বিমান হামলায় অন্তত ১৮ বেসামরিক নিহত হয়েছে। এদের প্রায় সবাই নারী ও শিশু।’
এদিকে স্যানগিন এলাকায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রায় ৩০টি বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেন আন্তর্জাতিক জোটের মুখপাত্র চার্লস এইচ ক্লিভল্যান্ড। তিনি বলেন, ‘আমরা অভিযোগগুলোর ব্যাপারে তদন্ত করছি। আফগান বাহিনীকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলাতেই ওই বেসামরিকদের মৃত্যু হয়েছে কিনা তা বের করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি।’
এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সরকারের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ঘটনার তদন্ত করছে।

/এফইউ/