লাহোর হামলায় নিহত বেড়ে ১৩, তালেবান-সংশ্লিষ্টদের দায় স্বীকার

পাঞ্জাব অ্যাসেম্বলির সামনে চলমান এক বিক্ষোভে শক্তিশালী বিস্ফোরণের দায় স্বীকার করেছে জামাতুল আহরার নামের তালেবান সংশ্লিষ্ট সংগঠন।  সোমবারের ওই হামলায় ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৯ জন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের খবরে এসব কথা নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ট্রাফিক পুলিশ ও গণমাধ্যমকর্মীরাও ছিলেন।

সোমবার পাঞ্জাব অ্যাসেম্বলি ভবনের কাছে এক আত্মঘাতী ওই হামলা চালিয়েছে। হামলায় পাঞ্জাব প্রদেশের কমপক্ষে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আইজিপি মুসতাক সুখেরা। সুখেরা জানিয়েছেন, এটা ছিল একটি আত্মঘাতী হামলা। পুলিশ কর্মকর্তা এবং প্রতিবাদ মিছিলে অংশ নেয়া লোকজনের মাঝে ওই হামলা চালানো হয়েছে। 

পাকিস্তানের তালেবানের সঙ্গে সম্পৃক্ত জামাতুল আহরার সংগঠন ওই হামলার দায় স্বীকার করেছে। ওই হামলায় আরো কমপক্ষে ৮৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য ছাড়াও গণমাধ্যমের বেশ কয়েকজন কর্মী রয়েছেন। 

হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি।  তবে জামাতুল আহরারের মুখপাত্র ওই হামলার পর সতর্কতামূলক এক বিবৃতিতে জানিয়েছেন, এটা কেবল শুরু। 

উল্লেখ্য, গত বছরে আগস্টে কুয়েটার একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালানো হয়। এতে ৭৪ জন প্রাণ হারায়। ওই হামলার দায় স্বীকার করেছিল জামাতুল আহরার। 

/বিএ/