সৌদি আরব সফরে এরদোয়ান

রজব তাইয়্যেব এরদোয়ান এবং বাদশাহ সালমান বিন আবদুল আজিজউপসাগরীয় অঞ্চলের দেশগুলো সফরের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আল ইয়ামায়াহ প্যালেসে তাকে স্বাগত জানান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ।

সফরে সৌদি বাদশাহসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠকে মিলিত হবেন এরদোয়ান। এসব বৈঠকে সিরিয়া ইস্যুসহ মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের মতো দ্বিপাক্ষিক নানা বিষয়ে সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবেন এরদোয়ান।

সিরিয়ার গৃহযুদ্ধের অবসান ঘটলে দেশটির সংস্কারে একযোগে কাজ করার বিষয়ে আগ্রহী মধ্যপ্রাচ্যের এ দুই প্রভাবশালী দেশ। গত ছয় বছর ধরে সিরিয়ার চলমান গৃহযুদ্ধে দেশটির আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়ে যাচ্ছে সৌদি আরব ও তুরস্ক। এমনকি আইএস দমনে সিরিয়ায় এখনও অবস্থান করছে তুরস্কের সামরিক বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার সকালে সৌদি আরবের উপ-যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সউদ-এর সঙ্গে ৫০ মিনিটব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন এরদোয়ান।

সৌদি সফর শেষে মঙ্গলবার দিনশেষে কাতারের উদ্দেশে রিয়াদ ছাড়বেন তুর্কি প্রেসিডেন্ট। এর আগে উপসাগরীয় তিন দেশে চার দিনের সফরের অংশ হিসেবে রবিবার বাহরাইন পৌঁছান এরদোয়ান। মানামা-য় এরদোয়ানের হাতে শাইখ ইসা বিন সালমান আল খলিফা পদক তুলে দেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা। এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক ও বাহরাইনের জনগণের ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে আমি এই পদক গ্রহণ করলাম। আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ভবিষ্যতের জন্য আমরা একযোগে কাজ করে যাবো। সূত্র: আনাদোলু এজেন্সি, ইয়াহু।

/এমপি/