আফগানিস্তানের সঙ্গে একযোগে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আগ্রহী পাকিস্তান

জেনারেল কামার জাভেদ বাজওয়াসন্ত্রাসবাদ মোকাবিলায় আফগানিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী পাকিস্তান। সম্প্রতি বেলুচিস্তানের একটি সুফি মাজারে হামলার পর পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে নিজেদের এমন অবস্থানের কথা জানানো হয়।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তারা চায় পাকিস্তান যেন সুনির্দিষ্ট ৮৫ জন তালেবান নেতাকে গ্রেফতার করে কাবুলের হাতে তুলে দেয়। তালেবান, হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আফগানিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের ৩২টি ট্রেনিং সেন্টারের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এসব সেন্টারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চায় কাবুল।

সম্প্রতি আফগানিস্তানে থাকা ৭৬ পাকিস্তানি সন্ত্রাসীর একটি তালিকা তৈরি করে ইসলামাবাদ। কাবুলের হাতে ওই তালিকা দেওয়ার পরই ইসলামাবাদের কাছে এমন দাবি জানায় আফগানিস্তান।

সোমবার এক বিবৃতিতে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেন পাকিস্তানে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, পাকিস্তান এবং আফগানিস্তান অভিন্ন শত্রু সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াই করবে। সব ধরনের সন্ত্রাসবাদসহ অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সন্ত্রাসীদের আন্তঃসীমান্ত চলাচল বন্ধে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের কথাও বলেন পাকিস্তানের সেনাপ্রধান। সূত্র: ডন।

/এমপি/