টাকার লোভেই ডেইলি মেইলের বিরুদ্ধে মেলানিয়ার মামলা!

nonameযুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এ প্রকাশিত এক প্রতিবেদনের বিপরীতে করা মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মামলাটি নিছক টাকার লোভে করা; এমন অভিযোগ তুলেছে নিন্দুকেরা। তবে মেলানিয়ার আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা বলা হয়েছে।
মেলানিয়া এসকট সার্ভিসের (বেশ্যাবৃত্তি) সঙ্গে জড়িত উল্লেখ করে গত বছর আগস্টে এক প্রতিবেদন প্রকাশ করেছিল ডেইলি মেইল। খবরকে বানোয়াট উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছিল মেইল অনলাইন। পরে অবশ্য মেলানিয়া’র আপত্তির মুখে ওই প্রতিবেদনটি প্রত্যাহার করে নেয় ডেইলি মেইল। 

প্রথমে মেরিল্যান্ডে ডেইলি মেইলের বিরুদ্ধে এ সংক্রান্ত মামলাটি করেছিলেন মেলানিয়া। ওই অঙ্গরাজ্যে এই মামলা যথাযথ নয় জানিয়ে তা খারিজ করে দিয়েছিলেন বিচারক। পরে নিউ ইয়র্কের আদালতে ওই মামলা করা হয়। ডেইলি মেইলের মালিকানা ওই নিউ ইয়র্কে বলেই সেখানে মামলাটি করতে হয় মেলানিয়াকে। নিন্দুকেরা বলছেন, ডেইলি মেইল প্রতিবেদন প্রত্যাহার করার পরও মেলানিয়া কেবল ১৫ কোটি ডলার পাবার স্বার্থেই করা। 

তবে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দাবি, ওই সংবাদমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্যের কারণে তিনি ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। মেলানিয়ার আইনজীবী চার্লস হার্ডার বলেন, ‘মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে বেশকিছু বক্তব্য ছাপা হয়েছে, যা শতভাগ মিথ্যা। এটা তার ব্যক্তিগত ও পেশাগত সুনামকে মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে।’ টাকা পাওয়ার লোভেই মামলা কিনা, এমন প্রশ্নের জবাবে হার্ডার বলেন, ‘যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের লাখ লাখ মানুষের কাছে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। এমন কর্মকাণ্ড খুবই মারাত্মক ও বিদ্বেষমূলক এবং মেলানিয়া ট্রাম্পের জন্য ক্ষতিকর। আর এর ফলে তার ১৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে।’ 

মেলানিয়া ট্রাম্প তার ধনাঢ্য স্বামীর ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বয়সে ২৪ বছরের ছোট। তিনি ট্রাম্পের তৃতীয় স্ত্রী এবং ব্যারন নামে তাদের একটি সন্তান রয়েছে। সূত্র: বিবিসি।

/বিএ/