যুক্তরাষ্ট্রে জাতিবিদ্বেষী হামলায় ভারতীয় অভিবাসী নিহত

nonameবিভক্তির সূত্রে যুক্তরাষ্ট্রকে ভাগ করার মন্ত্রণা নিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প প্রশাসনের অধীনে প্রথমবারের মতো জাতিবিদ্বেষের বলি হলেন একজন ভারতীয়। মার্কিন সংবাদমাধ্যম ডেইলি নিউজের খবরে বলা হয়েছে, এক মার্কিনি ‘আমাদের দেশ থেকে বের হও’ বলে চিৎকার করতে করতে নিহত ভারতীয় অভিবাসীসহ আরও দুই জনের ওপর গুলি চালায়। এতে এক ভারতীয় নিহত হন। আহত হন আরও ২ জন। পুলিশ এই ঘটনাকে ‘সম্ভাব্য জাতিবিদ্বেষী অপরাধ’ বলেই অভিহিত করেছে। 

বুধবার রাতে ওই গুলি চালানোর ঘটনায় নিহত ভারতীয় ৩২ বছরের শ্রীনিবাস। ওলাঠে-র জার্মিন হেডকোয়ার্টারে কাজ করতেন তিনি। আহত দুইজনের মধ্যে একজন ভারতীয়ও রয়েছেন। তিনি শ্রীনিবাসের সহকর্মী অলোক মাদাসানি। স্থানীয় হাসপাতালে তার চিকিত্সা চলছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত দ্বিতীয় ব্যক্তির নাম ইয়ান গ্রিলোট।
ভারতীয়দের ওপর এই হামলার পরই তত্পর হয়ে ওঠে ভারতীয় দূতাবাস। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য হাউস্টন কনসুলেটের দুই আধিকারিককে কানসাসে পাঠানো হয়। জার্মিন জানিয়েছে, শ্রীনিবাস, অলোক সংস্থার অ্যাভিয়েশন সিস্টেমে কাজ করতেন। গত বুধবারের ঘটনায় সংস্থার পক্ষ থেকে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করা হয়েছে।

/বিএ/