২০১৬ সালের বিদ্বেষমূলক হামলার পরিসংখ্যান

জার্মানিতে প্রতিদিন গড়ে ১০টি হামলার শিকার শরণার্থীরা


noname২০১৬ সালে গড়ে প্রতিদিনে ১০টি হামলার শিকার হয়েছেন অভিবাসীরা। সংসদে ওঠা এক প্রশ্নের জবাবে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিসংখ্যান দিয়েছে। ২০১৬ সালে অভিবাসীদের ওপর ৩,৫৩৩ টি হামলা হয়েছে বলে জানিয়েছে তারা। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এইসব হামলায় ৫৬০ জন মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৩ জন শিশুও রয়েছেন। অভিবাসনবিরোধী হামলার এই তীব্রতর বাস্তবতাকে নিন্দনীয় বলছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ‘খোলা দরজা’র অভিবাসন নীতি গ্রহণ করার পর থেকেই সেখানে ক্ষোভ বাড়তে থাকে। এরইমধ্যে ২০১৬ সালের বর্ষবরণের অনুষ্ঠানে শরণার্থীদের যৌন হয়রানির প্রমাণ মেলে। পাশাপাশি আরও কিছু অপরাধ কর্মের সঙ্গে জড়িয়ে যায় শরণার্থীদের নাম। সবমিলে সেখানকার রক্ষণশীলদের মধ্যে অভিবাসীবিরোধী ক্ষোভ তীব্র আকার ধারণ করে।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০১৬ সালে অভিবাসী ও শরণার্থীদের বিরুদ্ধে হামলা হয়েছে ৩,৫৩৩টি। ব্যক্তি শরণার্থীর ওপর হামলা ২,৫৪৫টি। আহত মানুষের সংখ্যা ৫৬০। শিশুর সংখ্যা ৪৭। ৯৮৮টি হামলা ব্যক্তিগত। ২১৭ টি হামলা হয়েছে শরণার্থী সংগঠন ও স্বেচ্ছাসেবীদের ওপর।

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে শরণার্থী ও অভিবাসীদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আশঙ্কা করছে, অভিবাসনবিরোধী সন্ত্রাসের এই তীব্রতা আসছে নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

/বিএ/