শ্রীলঙ্কায় প্রিজন ভ্যানে গুলি, দুই কারা কর্মকর্তা ও ৫ কয়েদি নিহত

nonameশ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কালুতারা শহরে প্রিজন ভ্যানে বন্দুকধারীদের গুলিতে দুই কারারক্ষী এবং পাঁচ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার কয়েদিদের আদালতে নেওয়ার সময় এ হামলা  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে কালুতারা নামের শহর। প্রিজন ভ্যানটি সেই কালুতারা কারাগার থেকে কয়েদিদের নিয়ে কাদুভেলা মুন্সেফ আদালতে যাওয়ার পথে হামলার মুখে পড়ে। পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র ডেপুটি আইজিপি পারিয়ান্থা জয়াকোদি জানিয়েছেন, দুটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে’ দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

শ্রীলঙ্কার প্রিজন ডিপার্টমেন্টের মুখপাত্র থুশারা উপুলদেনিয়া জানিয়েছেন, কয়েদিদের আদালতে নিয়ে যাওয়ার সময় একটি অপরাধী দলের সশস্ত্র সদস্যরা পথরোধ করে। সে সময় গুলি চালিয়ে ভ্যানে থাকা কয়েদি এবং কারা কর্মকর্তাদের হত্যা করে তারা। নিহতদের মধ্যে অপরাধ জগতের এক ‘ডন’ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তিনি। খুশারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘পাঁচ কয়েদির সবাই নিহত হয়েছে। নিহত হয়েছেন দুই কারা কর্মকর্তাও। আহত অপর নয়জন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ হাসপাতালে ভর্তি কারা কর্মকর্তাদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

/বিএ/