বিরোধপূর্ণ দ্বীপে চীনা প্রমোদ তরী

 

598376_1

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপ পারাসেল আইল্যান্ডের উদ্দেশ্যে একটি নতুন চীনা জাহাজ যাত্রা শুরু করেছে। শুক্রবার একথা জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া।














































বৃহস্পতিবার বিকেলে ৩০৮ যাত্রী নিয়ে যাত্রা শুরু করে দ্য শ্যাঙ্গল প্রিন্সেস নামের এই জাহাজটি। ৪৯৯ জন যাত্রী বহনে সক্ষম এই জাহাজে শপিং, মেডিকেল ও পোস্টাল সুবিধা রয়েছে। এতে পর্যটকরা তিনটি দ্বীপ ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন।
এর আগে চীন জানিয়েছিলো তারা ক্রিসেন্ট গ্রুপে হোটেলে ও দোকান তৈরি করবে। এছাড়া মালদ্বীপের মতো রিসোর্ট তৈরি করার পরিকল্পনার কথাও বলা হয়েছিলো। তবে বিরোধের কারণে পর্যটকরা সেখানে যেতে পারবেন কিনা সে বিষয়ে জানা যায়নি।
দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে চীনের। ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই ও ভিয়েতনাম দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে। তবে সাগরের ৯০ শতাংশ মালিকানা চীনেরই দখলে। এই সাগর দিয়ে বছরে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা হয়ে থাকে।
/এমএইচ/বিএ/