যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়ায় উদ্বেগ প্রকাশ চীনের

যুক্তরাষ্ট্র ও চীনের পতাকাযুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বেইজিং-এর এমন উদ্বেগের কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং। তিনি বলেন, “এরইমধ্যে আমরা কূটনৈতিক চ্যানেলের মধ্যমে মহড়ার বিষয়ে আমাদের মারাত্মক উদ্বেগের কথা অপর পক্ষকে জানিয়েছি।” এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।  

গেং শুয়াং বলেন, সব পক্ষের স্বার্থের জন্যই কোরীয় উপদ্বীপ এবং পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা জরুরি। এজন্য সবার দায়িত্ব রয়েছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে গত বুধবার। এটি আগামী এপ্রিল পর্যন্ত চলবে।

উত্তর কোরিয়া যে পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে সে বিষয়ে এ মহড়ার মাধ্যমে দেশ দুটি পিয়ংইয়ংকে বিশেষ বার্তা দিতে চায় বলে মনে করা হচ্ছে। তবে চীন বলছে, এ ধরনের সামরিক মহড়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। উত্তর কোরিয়ার পক্ষ থেকে ‘প্রয়োজনে শত্রুদেশ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু হামলার’ হুমকি দেওয়া হয়েছে।

/এমপি/