সৌদি বাদশার নৈশভোজের ভিডিও নিয়ে হৈচৈ

বাদশাহ সালমানকে নিয়ে গলফ কার্ট চালিয়ে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোসৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের ইন্দোনেশিয়া সফরের বহর নিয়ে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে চলছে নানা আলোচনা। এবার এতে নতুন মাত্রা যুক্ত করেছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর একটি ইউটিউব ভিডিও। প্রেসিডেন্ট জোকো উইডোডোর এই ভিডিও ইন্দোনেশিয়ায় রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে তাতে মজার মজার মন্তব্য করছেন অনেকে।

জোকো উইডোডো সম্ভবত বিশ্বের একমাত্র রাষ্ট্রনায়ক যিনি তার প্রতিদিনের কাজকর্ম ভিডিও করে ইউটিউবে ছাড়তে পছন্দ করেন। সেই ধারাবাহিকতায় এবার সৌদি বাদশাহ’র সঙ্গে নিজের নৈশভোজের ভিডিও ইউটিউবে আপলোড করেন তিনি।

সবাইকে আসসালামুআলাইকুম জানিয়ে এই ভিডিওর রেকর্ডিং শুরু করছেন প্রেসিডেন্ট জোকো উইডোডো। এরপর দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট জোকো উইডোডো তার মোবাইল ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন, আর টেবিলে বসে খাচ্ছেন সৌদি বাদশাহ সালমান। এরপর সৌদি বাদশাহকেও ক্যামেরার দিকে তাকিয়ে কিছু বলতে দেখা যায়।

বিবিসি ইন্দোনেশিয়ার সোশ্যাল মিডিয়া প্রডিউসার ক্রিস্টিন ফ্রান্সিসকা বলছেন, প্রেসিডেন্ট জোকো উইডোডো ভিডিও ব্লগিং খুবই পছন্দ করেন। গত বছরের সেপ্টেম্বরে তিনি 'ভ্লগিং' শুরু করেন। ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে গিয়ে এমনকি রেস্টুরেন্টে খেতে গিয়েও তাঁকে ভ্লগিং করতে দেখা যায়।

ইন্দোনেশিয়ার একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এন্ডা নাসুটিয়ন। তিনি বলেন, প্রেসিডেন্ট জোকো উইডোডো আসলে সনাতনী মিডিয়ার বাইরে গিয়ে কিভাবে জনগণের সঙ্গে যোগাযোগ রাখা যায়, তারই পরীক্ষা-নিরীক্ষা করছেন এই ভিডিও ব্লগিং-এর মাধ্যমে। কিন্তু প্রশ্ন উঠেছে একজন রাষ্ট্রনেতার সঙ্গে নৈশভোজ এভাবে 'ভ্লগিং' করা কতটা যুক্তিযুক্ত?

এন্ডা নাসুটিয়ান স্বীকার করেছেন যে, প্রেসিডেন্ট জোকো উইডোডো যা করছেন তা ঠিক প্রচলিত রীতির বিরোধী। তার ভাষায়, ‘এর মাধ্যমে তিনি আসলে নিজেকে এবং বাদশাহ সালমানকে এমনভাবে তুলে ধরতে চাইছেন যে তারাও আর দশজন সাধারণ মানুষের মতোই। মিডিয়ার সামনে একটা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার চেয়ে এটা অনেক বেশি কার্যকর।’ সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/