পালমিরা পুনরুদ্ধারে সহস্রাধিক আইএস জঙ্গি হতাহতের দাবি রাশিয়ার

160331101115-restricted-01-palmyra-ruins-exlarge-169

সিরিয়ার পালমিরা পুনরুদ্ধারে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর এক হাজারেরও বেশি সদস্য হতাহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সের্গেই রুদস্কয় বলেন, ‘পালমিরা পুনরুদ্ধারের লড়াইয়ে অন্তত এক হাজার আইএস জঙ্গি নিহত বা আহত হয়েছে।’

ঐতিহ্যবাহী এই শহরের পূর্বাঞ্চলে রুশ উপদেষ্টাদের দেওয়া পরামর্শে অগ্রসর হচ্ছে সিরিয়ান বাহিনী। কয়েকমাসের চেষ্টায় গত সপ্তাহেই আইএসের কাছ থেকে পালমিরা পুনরুদ্ধার করে সিরীয় বাহিনী।

সিরিয়ার গৃহযুদ্ধে পালমিরাকে খুবেই গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করা হয়। আইএসের দাবিকৃত রাজধানী রাক্কা থেকে ১৪০ কিলোমিটার দূরে পালমিরার অবস্থান একদম সিরিয়ার মাঝামাঝি।

শুক্রবার সিরীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সিরীয় ও রাশিয়ার বিমানবাহিনীর সহেযাগিতায় সেনাবাহিনী পালমিরা পুনরুদ্ধার করেছে। এতে মিত্ররা সহযোগিতা করেছে।

গত ডিসেম্বরে আইএস পালমিরা পুনর্দখল করে। এর মাত্র আট মাস আগে সিরীয় বাহিনী আইএসের হাত থেকে পালমিরা পুনরুদ্ধার করেছিল। ২০১৫ সালেরমে মাসে প্রথম পালমিরার দখল নেয় আইএস। পরে ২০১৬ এর মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী ওই নগরীকে আইএস-এর দখলমুক্ত করে। তখন ওই ঘটনাকে আইএস-এর বিরুদ্ধে লড়াই ‘বড় অগ্রগতি’ বলে উল্লেখ করেছিলেন আসাদ।

সূত্র: সিএনএন।

/এমএইচ/এসএ/