চীনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ থেকে কমে ৬.৫ শতাংশ

ন্যাশনাল পিপলস কংগ্রেসচলতি বছরের জন্য চীনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে। এর আগে বছরের শুরুতে ওই লক্ষ্যমাত্রা ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

রবিবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং রাজধানী বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে এ কথা জানিয়েছেন।

চীনা অর্থনীতি গত ২৬ বছরের মধ্যে সবচেয়ে শ্লথগতিতে এগিয়েছে ২০১৬ সালে।

লি কেকিয়াং জানান, তিনি ঋণগ্রস্ত কোম্পানিগুলোর রাশ টেনে ধরবেন। ওইসব কোম্পানি প্রয়োজনের তুলনায় বেশি কয়লা ও স্টিল উৎপাদন করছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন বিরোধী অবস্থানেরও সমালোচনা করেন। তিনি ট্রাম্পের স্লোগান ‘আমরা আবারও যুক্তরাষ্ট্রকে মহান করে তুলব’-এর অনুকরণে বলেন, ‘আমরা আবারও আমাদের আকাশ নীল করে তুলব।’ লি সবরকম শিল্প দূষণ কমিয়ে নজরদারির আওতায় আনার প্রতিশ্রুতি দেন। তবে এর আগেও এ ধরনের প্রতিশ্রুতি করেও ব্যর্থ হয়েছে চীনা সরকার।

গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বার্ষিক অধিবেশনে প্রায় তিন হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এনপিসি চীনা সরকারে উপদেষ্টা পরিষদ হিসেবে কাজ করে।

সূত্র: বিবিসি।

/এসএ/