মার্কিন যুদ্ধজাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করল ইরান

ইউএসএনএস ইনভিনসিবলহরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে ইরান। মার্কিন কর্মকর্তারা এসব কথা জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন নৌবাহিনীর ইউএসএনএস ইনভিনসিবল নামের জাহাজটির প্রায় ৬০০ মিটারের মধ্যে ইরানের যুদ্ধজাহাজগুলো চলে আসে। জাহাজটির সঙ্গে ব্রিটিশ রয়্যাল নেভির তিনটি জাহাজও ছিল। ওই জাহাজগুলোও তাদের গতিপথ বদলাতে বাধ্য হয়।

মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)-কে জানান, ইরানের রেভলিউশনারি গার্ড প্রায়ই এমনটা করে থাকে। এ ঘটনাকে ‘অপেশাদার ও ভয়ংকর’ হিসেবে বিবেচনা করছে মার্কিন নৌবাহিনী।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত কাজের অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজটি টহল দিচ্ছিল। এর সাহায্যে মিসাইল উৎক্ষেপণসহ নানা ধরনের বৈজ্ঞানিক গবেষণার কাজ করা হয়।

ফেব্রুয়ারিতে মধ্যমপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় তা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের শর্ত ভঙ্গ করে বলে অভিযোগ করে মার্কিন কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি।

/এসএ/