ইরাক ও আফগানিস্তান যুদ্ধের স্মারক উন্মোচন করলেন ব্রিটেনের রাণী

ইরাক ও আফগানিস্তান যুদ্ধের স্মারক উন্মোচনইরাক ও আফগানিস্তান যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে গড়ে তোলা একটি স্মারক উন্মোচন করেছেন ব্রিটেনের রাণী।

বৃহস্পতিবার মধ্য লন্ডনের ভিক্টোরিয়া এমব্যাঙ্কমেন্ট গার্ডেনে ওই স্মারকটি উন্মোচন করা হয়। ভাস্কর পল ডের তৈরি ওই স্মারকটিতে রয়েছে দু’টি পাথর ও তামার একটি পদকে খোদাই করা যুদ্ধের ছবি।

স্মারকটি উন্মোচনের পর ওই যুদ্ধগুলোতে অংশগ্রহণকারী আড়াই হাজার সেনা সদস্যকে হর্স গার্ডস প্যারেডে চাকরির ঘোষণা দেওয়া হয়। স্মারক নির্মাণে দশ লাখ পাউন্ডের অর্থায়ন করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

ইরাক ও আফগানিস্তানে তিনটি যুদ্ধে ৮০০ জনেরও বেশি যুক্তরাজ্যের নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ইরাক যুদ্ধে ১৯৯০-৯১ সালে ৪৭ জন ব্রিটিশ সেনা নিহত হন। ২০০৩-০৯ সালের মধ্যে দ্বিতীয় ইরাক যুদ্ধে ১৭৯ জন ব্রিটিশ সেনা নিহত হন। ২০০১-১৪ সালের মধ্যে আফগানিস্তানে ৪৫৬ জন ব্রিটিশ সেনা নিহত হন।

সেই সঙ্গে দ্বিতীয় ইরাক যুদ্ধে ৪৩ জন এবং আফগানিস্তানে ১০১ জন বেসামরিক ব্রিটিশ নাগরিক নিহত হন।

স্মারক উন্মোচন অনুষ্ঠানে ব্রিটেনের রাণীসহ রাজ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রিন্স উইলিয়াম ব্রিটিশ সশস্ত্রবাহিনীতে আট বছর কাজ করেছেন। আর তার ভাই প্রিন্স হ্যারি ১০ বছর সশস্ত্রবাহিনীতে কাজ করেছেন।

সূত্র: বিবিসি।

/এসএ/