‘ইয়েমেনে ক্লাস্টার বোমা ব্যবহার করছে সৌদি নেতৃত্বাধীন জোট’

saudi air strike Yemen Sanaa (Reuters)ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর হামলায় এখনও ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে। বিদ্রোহীদের বিরুদ্ধে বিভিন্ন আবাসিক এলাকায় অভিযান চালানোর সময় তারা এ বোমা ব্যবহার করে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শিয়া হুথি বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের তিনটি আবাসিক এলাকা ও কৃষি জমিতে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন বাহিনী। এসব হামলায় ব্রাজিলের তৈরি ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বৈরুত আঞ্চলিক দফতরের গবেষণা বিষয়ক পরিচালক লিন মালুফ। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি জোটের ক্লাস্টার বোমার ব্যবহার পুরোপুরি অযৌক্তিক।

এর আগে গত দুই বছরও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত সৌদি জোটের অভিযানে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছিল। ২০১৫ সালের অক্টোবরে এবং ২০১৬ সালের মে পরিচালিত অভিযানে সৌদি জোটের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠে।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দমনে ২০১৫ সালের মার্চ থেকে দেশটিতে অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জাতিসংঘের হিসাবে, এসব অভিযানে এখন পর্যন্ত দেশটিতে সাত হাজারেরও বেশি মানুষ নিহত হন। আহত হন কমপক্ষে ৪০ হাজার মানুষ। সূত্র: মিডল ইস্ট আই।

/এমপি/