ইরাকে বিয়ের অনুষ্ঠানে আইএসের আত্মঘাতী হামলায় নিহত ২৬

Iraqইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে আইএসের জোড়া আত্মঘাতী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বুধবার রাতে উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাহুদিনের একটি বিয়ের অনুষ্ঠানে এ হামলা চালায় জঙ্গিরা। বৃহস্পতিবার ইরাকের কর্মকর্তারা এ হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

হামলায় আহতদের অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় ১৮৫ কিলোমিটার উত্তরে হাজ্জাজ এলাকার একটি গ্রামে এ হামলা চালানো হয়। দুই আত্মঘাতী হামলাকারী শরীরে বিস্ফোরক বেঁধে জনাকীর্ণ বিয়ের অনুষ্ঠানে ঢুকে বিস্ফোরণ ঘটায়। তৃতীয় আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে প্রবেশের চেষ্টা চালায়। তবে সেখানে প্রবেশের আগেই তার শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটলে সে নিহত হয়।

হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। দীর্ঘদিন ধরেই ইরাকের জনাকীর্ণ বাজার, ক্যাফে এবং মসজিদের মতো স্থানে এ ধরনের হামলা চালিয়ে আসছে জঙ্গিরা। সূত্র: বিবিসি।

/এমপি/