শীর্ষ মার্কিন জেনারেলের আশঙ্কা

‘পাকিস্তান-ভারত উত্তেজনা পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে’

 

nonameপাকিস্তান এবং ভারতের মধ্যকার উত্তেজনা পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় একজন মার্কিন জেনারেল। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই খবর জানিয়েছে।

সিনেট আর্মড সার্ভিস কমিটির এক শুনানিকালে মার্কিন জেনারেল জোসেফ ভোটেল বলেন, “পাকিস্তানকে ‘কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন’ করববার ভারতীয় নীতি ইসলামাবাদকে সম্পর্কোন্নয়ন থেকে বিরত রাখবে।” তিনি জোর দিয়ে বলেন, “সংকটের বিষয় হলো ভারত-পাকিস্তানের মধ্যকার ধারাবাহিক উত্তেজনা দেশ দুটিকে পরমাণু যুদ্ধের দিকে তাড়িত করতে পারে’।

ভারতে পাকিস্তানি জঙ্গিদের সংঘটিত বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ওই মার্কিন জেনারেল। এ ব্যাপারে পাকস্তোনকে আশু পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

/বিএ/