পাকিস্তানে পাইপলাইন তৈরিতে সম্মত কুয়েত

nonameকয়েক মিলিয়ন ডলার ব্যয়ে পাকিস্তানে একটি পাইপলাইন নির্মাণে সম্মত হয়েছে কুয়েত। এই পাইপলাইনটি চালু হলে এর মাধ্যমে পাকিস্তানের দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে হোয়াইট অয়েল (ডিজেল ও কেরোসিন) সরবরাহ করা যাবে।

পাকিস্তানের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি পাকিস্তানের একদল কর্মকর্তা কুয়েত সফর করেছেন। তারা এ বিষয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট অয়েলের পাইপলাইন স্থাপন এবং বেলুচিস্তানে একটি তেল শোধনাগার তৈরিতে উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশটির প্রতি আহ্বান জানানো হয়েছে।

ওই কর্মকর্তা জানান, এ প্রস্তাবে কুয়েতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এ বিষয়ে আলোচনা করতে কুয়েতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করবে। এ সময় তারা দুই প্রকল্পের বিষয়ে পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গেও আলাপ করবেন।

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের তেলের বৃহৎ যোগানদাতা দেশ কুয়েত। বর্তমানে পাক-আরব পাইপলাইন কোম্পানি লিমিটেড (প্যাপকো)-এর একটি হোয়াইট অয়েল পাইপলাইন ব্যবহার করছে ইসলামাবাদ। এই পাইপলাইনে করে পাকিস্তানের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে ডিজেল সরবরাহ করা হয়। দেশটিতে ব্যবহৃত মোট পেট্রোলিয়ামের ৬০ শতাংশেরই যোগ দেয় প্যাপকো’র এই পাইপলাইন।

কর্মকর্তারা বলছেন, হোয়াইট অয়েলের দ্বিতীয় পাইপলাইন শুধু পরিবেশের সুরক্ষার জন্যই প্রয়োজন-এমন নয়। বরং এটা হবে জ্বালানি সরবরাহের একটা নিরাপদ উৎস। দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

/এমপি/