ভারতে বিধানসভা নির্বাচন: উত্তর প্রদেশে বিজেপি জোটের জয়জয়কার

বিজেপির বিজয় উল্লাস
ভারতের পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত অন্তত দুটি রাজ্যে জয় নিশ্চিত করেছে বিজেপি জোট। আর পাঞ্জাবে বিজয় নিশ্চিত করেছে কংগ্রেস। বাকি দুটি রাজ্যের একটিতে কংগ্রেস এগিয়ে রয়েছে আর আরেকটিতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

উত্তর প্রদেশে দুই তৃতীয়াংশ আসন পেয়ে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। শনিবার ভারতের ৫ রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশ ও উত্তরখণ্ডে জয় পেয়েছে এ জোট। অন্যদিকে পাঞ্জাবে জয় নিশ্চিত করেছে কংগ্রেস।  

এদিন উত্তর প্রদেশে ৪০৩ আসনের মধ্যে বিজেপি জয় পেয়েছে ৩১৬ আসনে। জয়ের জন্য প্রয়োজন ছিলো ২০২টি আসনের। তাদের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বি ছিলো সমাজবাদী পার্টি। তারা পেয়েছে ৬২টি আসন।

বিজেপির জন্য গুরুত্বপূর্ণ পাঞ্জাব আসনে জয় পেয়েছে কংগ্রেস। সেখানে ৭৬ আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কংগ্রেস। নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে আম আদমী পার্টি পেয়েছে ২৩টি আসন।

এখন পর্যন্ত গোয়ায় এগিয়ে আছে কংগ্রেস। ৩৮টি আসনের মধ্যে এখন পর্যন্ত তাদের রয়েছে ১৬টি আসন। মণিপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

সূত্র: এনডিটিভি

/এমএইচ/এফইউ/