রুশপন্থী বিদ্রোহীদের হামলায় ইউক্রেনে দুই সরকারি সেনা নিহত

08চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতায় জড়িয়ে পড়ছে সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা। শনিবার সরকারি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রুশপন্থী বিদ্রোহীদের হামলায় দুই সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র আন্দ্রি লাইসেনকো। তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সরকারি বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে।

পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক-এর একজন বিদ্রোহী মুখপাত্র বিচ্ছিন্নতাবাদীদের একটি সংবাদমাধ্যমের কাছে এ হামলা ও হতাহতের খবর স্বীকার করেছেন। তিনি বলেন, হামলায় তাদের এক সেনা নিহত হয়েছেন।

এ অঞ্চলে সহিংসতা নিরসনে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করে ইউক্রেনের সরকারি বাহিনী এবং রুশপন্থী বিদ্রোহীরা। তবে ওই যুদ্ধবিরতি সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) ইউক্রেনে তৎপর রয়েছে। সংস্থাটি বলছে, আগের সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা দ্বিগুণ হয়েছে।

/এমপি/