ডাচরা নাৎসিদের অবশিষ্ট: এরদোয়ান

রজব তাইয়্যেব এরদোয়ানডাচদের নাৎসিদের অবশিষ্টাংশ ও ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। র‌্যালি বাতিল নিয়ে নেদারল্যান্ডস ও তুরস্কের কূটনৈতিক বিরোধ চলার মধ্যে শনিবার তিনি এই মন্তব্য করেন। বাকযুদ্ধে জড়িয়েছেন দুই দেশের অন্য শীর্ষ নেতারাও।

নেদারল্যান্ডসের রটারডামে দেশটিতে বসবাসরত তুর্কিদের নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এক সমাবেশ বাতিলের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ শুরু হয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু নেদারল্যান্ডস পৌঁছানোর পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ডাচ কর্তৃপক্ষ ওই সমাবেশ বাতিল করে। তুরস্কে প্রেসিডেন্ট পদ্ধতির শাসনব্যবস্থা চালু করা নিয়ে গণভোটের পক্ষে নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কিদের মধ্যে প্রচারণা চালাতে তিনি ওই সমাবেশে অংশ নিতে চেয়েছিলেন।

এদিকে এরদোয়ানের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে। তিনি এই মন্তব্যকে পাগলামি হিসেবে অভিহিত করেছেন।

এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু সিএনএন’কে বলেন, তিনি রটেরডাম যাচ্ছেন এবং নেদারল্যান্ড যদি তার ফ্লাইটের পারমিট বাতিল করে তাহলে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী এ হুমকির সমালোচনা করে বলেছেন, এ জাতীয় পদক্ষেপ যুক্তিসঙ্গত সমাধানকে অসম্ভব করে তুলবে। সূত্র: বিবিসি।

/এমপি/