আটকে পড়া মালয়েশীয়দের ফিরিয়ে আনতে উ.কোরিয়ার সঙ্গে আলোচনায় বসছে মালয়েশিয়া

anifah-aman-afp-650_650x400_81432172172

উত্তর কোরিয়ায় আটকে পড়া মালয়েশীয়দের ফিরিয়ে আনার বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান। রবিবার তিনি বলেন, ‘তারা কথা বলতে চায়, তাদের দাবি সম্পর্কেও আমরা জানিনা। তবে অবশ্যই আমরা কথা বলবো।’

তিনি আরও বলেন, ‘আটকে পড়া মালয়েশীয়দের ফিরিয়ে আনতে উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছি আমরা। অনেক দেশই মধ্যস্থতা করতে চাইছে। তবে আমরা নিজেরাই সমস্যার সমাধান করতে চাই।’

তবে আনুষ্ঠানিকভাবে কবে আলোচনা করা হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি আনিফা আমান।

উত্তর কোরীয় নেতা কিম জং উনের ভাই কিম জং নামের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালা লামপুর বিমানবন্দরে কিম জং নামকে বিষপ্রয়োগে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি মালয়েশিয়া থেকে ম্যাকাও যাওয়ার জন্য বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার সময় দু’জন নারী তার মুখে বিষাক্ত কেমিক্যাল স্প্রে করেন।

এরপর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছিল। সর্বশেষ মালয়েশিয়ায় নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত কাং চুল বলেছিলেন, নাম হত্যার তদন্তে মালয়েশিয়ার ওপর আস্থা রাখতে পারছে না তার দেশ। এ মন্তব্যের পর মালয়েশিয়ার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছিল। কিন্তু উত্তর কোরীয় রাষ্ট্রদূত তা না করায় এ বহিষ্কার করা হয়েছে বলে জানায় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার সরকার দেশটিতে অবস্থানরত মালয়েশীয়দের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।

সূত্র: রয়টার্স।

/এমএইচ/এসএ/