চীনে খনি দুর্ঘটনায় নিহত ১৭

nonameচীনের উত্তরপূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশে রাষ্ট্র পরিচালিত একটি কয়লা খনিতে বৃহস্পতিবার এক দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত হয়েছেন। খনিতে ওঠা-নামা করার জন্য ব্যবহৃত খাঁচা গাড়ি সুড়ঙ্গ পথে আছড়ে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির ঝুঁকিপূর্ণ কয়লা খনি শিল্পে এটিই সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, একটি তারের সাহায্যে খনিতে শ্রমিকদের ওঠা-নামা করার খাঁচা গাড়িতে আগুন ধরে যাওয়ায় তা আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংস্তুপের ভেতর থেকে আটকেপড়া খনি শ্রমিকদের উদ্ধার অভিযান যথাসময়ে শুরু করা হলেও উদ্ধারকর্মীরা সোমবার পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারেননি।

কয়লা খনিটি চীনের শুয়ানজিশান নগরীর কাছে অবস্থিত। দুর্ঘটনার পর ওই খনির ব্যবস্থাপককে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, চীন বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটির খনি শিল্পে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে থাকে।

/এমপি/