ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা

আমিরাতে জর্ডানের সাংবাদিকের তিন বছরের কারাদণ্ড

তায়সীর আল নাজজারজর্ডানের সাংবাদিক তায়সীর আল-নাজজারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত। সাজা শেষ হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার ৫ লাখ দিরহাম জরিমানাও করা হয়েছে। ২০১৪ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের সময় আরব আমিরাতসহ পারস্য উপসাগরীয় বেশ কয়েকটি দেশের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে এ সাজার মুখোমুখি হতে হচ্ছে। আমিরাত সরকারের অভিযোগ, ওই পোস্টের মধ্য দিয়ে আল নাজজার রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন করেছেন।

নাজজারের বিরুদ্ধে অভিযোগ, তিনি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র নীতি ও অন্য উপসাগরীয় দেশগুলোর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। আর এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সুনামহানি হয়েছে বলে অভিযোগ করা হয়। ফেসবুকে দেওয়া ওই পোস্টে নাজ্জার লিখেছিলেন, ‘এক মামলায় দুই যথার্থতা থাকতে পারে না, কিন্তু এক্ষেত্রে সঠিকতা হলো গাজার প্রতিরোধ, আর বাকি সব বাজে। যেমন-ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, সিসি (মিসরের প্রেসিডেন্ট) এবং অন্যান্য প্রক্রিয়া যা বা যারা এখন আর নিজের লজ্জা নিয়েই লজ্জিত হয় না।’

এ পোস্টের পর আমিরাত সরকারের তোপের মুখে পড়েন নাজজার। ২০১৫ সালের ৩ ডিসেম্বর জর্ডান যাওয়ার পথে প্রথমবারের মতো আটক হন তিনি। ১৩ ডিসেম্বর নিরাপত্তা বিভাগকে রিপোর্ট করার পর আল নাজজারকে নিখোঁজ হতে বাধ্য করা হয় এবং ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত একটি গোপন স্থানে আটকে রাখা হয়।

বুধবার (১৫ মার্চ) আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম এর প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় প্রতীককে অবমাননা করায় ওই জর্ডানি সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫ লাখ দিরহাম জরিমানা করা হয়েছে। সাজা শেষ হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোও বন্ধ করে দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গাজা উপত্যকায় ক্রমাগত দখলদারিত্ব বাড়ানোর পাশাপাশি ২০০৮ সাল থেকে এ পর্যন্ত গাজায় তিনটি যুদ্ধ চালিয়েছে ইসরায়েল। ২০২৪ সালে গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনে ২,২০০রও বেশি ফিলিস্তিনি নিহত হয়। ২০০৭ সাল থেকে ইসরায়েল গাজা উপত্যকাকে অমানবিকভাবে অবরুদ্ধ করে রেখেছে। আর গাজা টানেল গুঁড়িয়ে দিয়ে কিংবা সেখানে পানি ছেড়ে দিয়ে ইসরায়েলি অবরোধে ভূমিকা রাখছে মিসর। অথচ ওই গাজা টানেলটি দিয়ে মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলো আনা-নেওয়া করে ফিলিস্তিনিরা।

/এফইউ/বিএ/