হোমস শহরের সর্বশেষ ঘাঁটিও ছাড়ছেন সিরিয়ার বিদ্রোহীরা

আল ওয়ায়ের এলাকাসিরিয়ার হোমস শহরের সর্বশেষ ঘাঁটিও ছাড়তে শুরু করেছে বিদ্রোহী ও তাদের পরিবারের সদস্যরা। সরকারের সঙ্গে করা এক চুক্তির অংশ হিসেবে শনিবার থেকে তারা শহর ফাঁকা করতে শুরু করেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, শনিবার সকালে বিদ্রোহী এবং তাদের পরিবারের সদস্যদের বহনকারী দুটি বাস আল-ওয়ায়ের এলাকা ছেড়ে যায়। হোমস থেকে তারা সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর দিকে যাচ্ছেন। হোমসের গভর্নর তালাল বারাজি রয়টার্সকে জানান, শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ৪০০-৫০০ বিদ্রোহী যোদ্ধা এলাকা ছাড়বে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের জানিয়েছে, সরকারের সঙ্গে সমঝোতা অনুযায়ী পরবর্তী সপ্তাহগুলোতে ১২ হাজারেরও বেশি মানুষ এলাকা ছাড়বে।
/এফইউ/