উচ্চক্ষমতার রকেট ইঞ্জিন পরীক্ষার দাবি উ. কোরিয়ার

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনউত্তর কোরিয়ার দাবি, দেশটির সামরিক বাহিনী উচ্চক্ষমতার রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ওই রকেট ইঞ্জিনের পরীক্ষাকে উত্তর কোরিয়ার রকেট খাতে ‘নতুন জন্ম’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ‘এই ইঞ্জিনের মাধ্যমে উত্তর কোরিয়া বিশ্বমানের স্যাটেলাইল উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করলো।’ উত্তর কোরিয়ার কাছ থেকে ‘বিশ্ব নতুন কিছু দেখবে’ বলে উল্লেখ করেন তিনি।

কেসিএনএ আরও জানিয়েছে, রকেট পরীক্ষা ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেছেন কিম জং-উন।   

এমন এক সময় উত্তর কোরিয়া এই রকেট ইঞ্জিনের পরীক্ষার দাবি করলো, যখন তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচীতে দেওয়া নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে মার্কিন কর্তৃপক্ষের আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনের পূর্ব এশিয়া সফরে উত্তর কোরিয়া নিয়ে উদ্বেগ গুরুত্ব পেয়েছে। দক্ষিণ কোরিয়া সফরে টিলারসন বলেছেন, ‘উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এখন চীনে রয়েছেন। আজ (রবিবার) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

সূত্র: বিবিসি।

/এসএ/