উ.কোরিয়ার রকেট-পরীক্ষা ‘অর্থবহ’ অগ্রগতি : দ.কোরিয়া

download

সম্প্রতি উ্ত্তর কোরিয়ার রকেট ইঞ্জিন পরীক্ষা তাদের ইঞ্জিন ফাংশনে ‘অর্থবহুল’ অগ্রগতি প্রকাশ করে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র লি জিন-উ এই কথা বলেন। তিনি বলেন, ‘এই পরীক্ষায় দেখা গেছে ইঞ্জিনের কার্যক্রম অনেক উন্নতি লাভ করেছে। তবে এর সম্ভাব্য পরিণতি ও ব্যবহার জানতে আরও গবেষণা প্রয়োজন।

রবিবার উত্তর কোরিয়া দাবি করে, দেশটির সামরিক বাহিনী উচ্চক্ষমতার রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানায়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ওই রকেট ইঞ্জিনের পরীক্ষাকে উত্তর কোরিয়ার রকেট খাতে ‘নতুন জন্ম’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ‘এই ইঞ্জিনের মাধ্যমে উত্তর কোরিয়া বিশ্বমানের স্যাটেলাইল উৎক্ষেপণের সক্ষমতা অর্জন করলো।’ উত্তর কোরিয়ার কাছ থেকে ‘বিশ্ব নতুন কিছু দেখবে’ বলে উল্লেখ করেন তিনি।

সূত্র : রয়টার্স

/এমএইচ/