মাছের তেলে শিশুদের বুদ্ধির বিকাশ হয় না: অস্ট্রেলীয় গবেষণা

মাছের তেলের ক্যাপসুলনতুন এক গবেষণায় দেখা গেছে, মাছের তেল শিশুদের মস্তিষ্কের বিকাশে কোনও সহায়তা করে না। সাউথ অস্ট্রেলিয়ান হেলথ অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ১০ বছর ধরে আড়াই হাজার গর্ভবতী নারীর ওপর গবেষণা চালিয়ে ওই তথ্য জানিয়েছে।

মাছের তেল গর্ভবতী নারীদের সন্তানের মস্তিষ্ক গঠনে বিশেষ ভূমিকা রাখে বলে বিভিন্ন কোম্পানি দাবি করে। তবে গবেষণায় দেখা যায়, মাছের তেল গ্রহণ করলে গর্ভকাল খানিকটা বেড়ে যায়। তবে এ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা দরকার বলে গবেষকরা জানিয়েছেন।

গবেষণা দলের অন্যতম সদস্য জ্যাকুলিন গোল্ড ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, ‘যদি কোনও গর্ভবতী নারী স্বাস্থ্যকর ও সুষম খাবার গ্রহণ করে, তাহলে তার সন্তানের মস্তিষ্ক এমনিতেই সঠিকভাবে বেড়ে উঠবে। এতে মাছের তেলের কোনও প্রভাব নেই।’

তিনি আরও জানান, ‘কোম্পানিগুলো বিশেষভাবে নবজাতকদের কথা মাথায় রেখে মাছের তেল বিক্রি করছে।’

অস্ট্রেলীয় গবেষকরা ওই নারীদের গর্ভাবস্থা থেকে তাদের সন্তানদের সাত বছর বয়স পর্যন্ত গবেষণা চালিয়েছেন। গবেষণায় অংশগ্রহণকারী নারীদের প্রতিদিন মাছের তেল খাওয়ানো হতো।

গোল্ড জানান, গবেষণাপত্রটি আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশনের জার্নালে প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, মাছের তেল গ্রহণের ফলে নারীদের গর্ভকাল কিছুটা বেড়েছে। গোল্ড বলেন, ‘আমরা বলতে পারি, এর ফলে কেবল সন্তানের গর্ভকাল পূর্ণ হওয়ার আগে জন্মের পরিমাণ কিছুটা কমে আসবে। আমরা এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বর্তমানে গবেষণা চালাচ্ছি।’

সূত্র: বিবিসি।

/এসএ/