লন্ডনের রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে : সাদিক খান

466192192_1_

লন্ডনের পার্লামেন্ট প্রাঙ্গনে হামলার পর সেখান নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, লন্ডন বিশ্বের অন্যতম সেরা শহর। যারা আমাদের জীবনে বিঘ্ন ঘটাতে চায় আমরা তাদের একত্রিত হয়ে মোকাবেলা করবো। লন্ডনবাসী সন্ত্রাসের কাছে হার মানবে না। 

তিনি আরও বলেন, আমরা সবসময়ই পেরেছি। সামনেও পারবো। আমি লন্ডনবাসী ও অতিথিদের বলতে চাই, আপনারা আতঙ্কিত হবেন না।

বুধবার বিকালে পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে ব্রিটিশ পার্লামেন্টে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।  তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে যুক্তরাজ্যের পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে।

হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে ফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেন বলে জানায় হোয়াইট হাউস। এ তথ্য জানিয়ে ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন, ট্রাম্প ঘটনার নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছে যুক্তরাষ্ট্র।

/এমএইচ/