ব্রাজিল থেকে মাংস আমদানি স্থগিত ভিয়েতনামের

nonameআনুষ্ঠানিকভাবে ব্রাজিলের ২১টি রফতানিকারক প্রতিষ্ঠান থেকে মাংস, গবাদি পশু ও পোলট্রি সামগ্রী আমদানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম। এসব পণ্য রফতানিতে অস্বাস্থ্যকর পদার্থ ব্যবহার করা হচ্ছে- এমন সন্দেহ থেকে হ্যানয় এ সিদ্ধান্ত নিয়েছে। ভিয়েতনামের কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় (এমএআরডি) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ব্রাজিল থেকে আমদানি করা বিভিন্ন পণ্য কঠোরভাবে পর্যবেক্ষণ করতে ভিয়েতনামের প্রাণী স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয় দেশটির কর্তৃপক্ষ। আমদানি করা পণ্যের মধ্যে ওই ২১ কোম্পানির কোনও পণ্য পাওয়া গেলে কর্তৃপক্ষকে তা জানাতে বলা হয়েছে।

ভিয়েতনামের প্রাণী বিভাগ ব্রাজিলের সংশ্লিষ্ট সংস্থার কাছে এ সিদ্ধান্তের ব্যাপারে আনুষ্ঠানিক নোটিশ পাঠাতে দেশটির সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।

প্রাণী বিভাগ জানায়, ভিয়েতনামে প্রবেশের আগে ব্রাজিলের সব মাংস পরীক্ষার জন্য বন্দরে আটকে রাখা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর কেবল মানসম্পন্ন মাংস দেশের বাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়। সূত্র: ব্লুমবার্গ, ভিএন এক্সপ্রেস ইন্টারন্যাশনাল।

/এমপি/